উদয়ন স্কুল এর গল্প

Scroll this

ফুলার রোডে কয়েকটা লাল ইটের গল্প, পাশের তেতুল গাছের উপর থেকে আক্রমণকারি কাকের গল্প, সামনে আইস্ক্রিম বিক্রি করা মামার গল্প, সামনেই চটপটির দোকানের গল্প, ক্লাস-টেস্টে দশে নয় পেলে আম্মুর ‘Amo milk’ কিনে দেয়ার গল্প, শিবানি আপার স্কেলের বারি দেয়ার গল্প, অনামিল স্যার এর grammar শেখানোর গল্প, মুনির স্যার এর ভোকাবুলারি শেখানোর গল্প, ওহাব স্যার এর পিটি করানোর গল্প, নীলমনি স্যারের ক্যারিশমার গল্প, মুকিত এর জোক্স এর গল্প,আনোয়ার স্যার এর হাসিমুখ এর গল্প, সালমা যামিল আপার ঝাড়ির গল্প, অরথি এর দুষ্টামির গল্প, শ্যামলী নাসরিন চৌধুরি কে দেখে ভয়ে থরথর করে কাপার গল্প।
মহাকালের কাছে cosmic-insignificant , অতিসাধারণ তবে অতিউৎসুক , বইপোক, স্থুলকায়, একটা গোবেচারা কিসেমের ইশ্কুল-বালকের বেড়ে উঠার গল্প।
উদয়ন স্কুল এর গল্প 

Tags:

Submit a comment

Your email address will not be published. Required fields are marked *