হতে পারতাম আমি binary search এর মত দ্রুত ও দারুন – কিন্তু হয়ে গেলাম for loop কিংবা ইত্যাদির নতুন পর্বের মতই রিপিটেটিভ । Priority queue এর মত কাজের priority ঠিক করতে পারিনা , অনেককিছু একসাথে করতে গিয়ে কিছুই মনমত করা হয়না । আফসোস- এলেবেলে জীবনকে গোছানোর মত কোন Sort function নাই।
স্বার্থপরতার শহরে আমরা দিনদিন হয়ে উঠছি ‘object oriented’, একদিন linklist এর শেষ element এর মতই তো null হয়ে বিলীন হয়ে যাবো আমরা।
শহুরে ডাটাস্ট্রাকচার, ফেব্রুয়ারি ২০১৬