
সিকিউরিটির ইঞ্জিনিয়ারিং/ আর্কিটেকচার এর উপর ভালো বই/অনলাইন রিসোর্স খুবই অপ্রতুল । বেশিরভাগ বই একদমই সুখপাঠ্য না। কিছু বইয়ের কন্টেন্ট খুবই সীমিত- সিকিউরিটির কিছু বেসিক ডোমেইন কে কাভার করেনা। আবার কিছু বই অতিপ্রাচীন , যা এখনকার নতুন সিকিউরিটির চ্যালেঞ্জগুলো নিয়ে আলোকপাত করেনা । Security Engineering বইটা স্রোতের বিপরীতে একটি বই মনে হল । সিকিউরিটির চমতকার সব টেকনিকাল কেস বাই কেস এনালাইসিস, এর পাশাপাশি সিকিউরিটির পলিটিক্স , সিকিউরিটির ইকোনমিক্স , সিকিউরিটির সাইকোলজিক্যাল সাইডগুলো নিয়েও আলোকপাত করেছে লেখক। একদম মন্ত্রমুগ্ধ হয়ে পড়ছি বইটা । তবে একটাই সমালোচনা – বইটি অনেক বড় এবং কিছুটা unstructured। এই বইটির প্রথম ভার্সন বেড়িয়েছিল ২০ বছর আগে , দ্বিতীয় ভার্সন ১২ বছর আগে । লেখক Ross Anderson বই এর তৃতীয় ভার্সন লিখে প্রায় শেষ করে ফেলেছেন । সবচেয়ে দারুণ ব্যাপার হল তিনি তার ওয়েবসাইটে এই নতুন বইয়ের চ্যাপ্টারগুলো সবার পড়ার জন্য এবং ফীডব্যাক দেয়ার জন্য উন্মুক্ত করে রেখেছেন । সিকিউরিটি নিয়ে কারও সামান্য আগ্রহ থাকলেও – বইটি পড়ার জন্য আমি রিকমেন্ড করব ।