Favorite Podcasts

Scroll this

২০১৭ থেকে আমি প্রতিদিন কিছু সময় ডেডিকেটেডলি হাটি । কিন্তু, একা একা হাটা কিঞ্চিত একঘেয়েমি একটা প্রসেস। তাই, তখন থেকেই এই হাটা কে আরেকটু আনন্দদায়ক করার জন্য podcast শোনা শুরু করি । তারপর, অফিস->বাসা, বাসা->অফিসের commute এর সময়েও পডকাস্ট শোনা শুরু করি। হঠাত করেই তেমন কোন এফোর্ট দেয়া ছাড়াই , ২-৩ ঘন্টার মত একটা টাইম স্লট বের হয় , যেখানে আমি যেকোনো বিষয়ে জানার পেছনে সময় ব্যায় করতে পারি । আমার মত curious soul এর জন্য এটা একটা দারুন ব্যাপার । গত ৬ বছরে তিন হাজারেরও বেশি পডকাস্ট এপিসোড শুনেছি । চাকরি, ব্যবসা, বন্ধুত্ব, সম্পর্ক , স্বাস্থ্য সহ প্রতিদিনের বহু ব্যাপারে কাজে লাগাতে পেরেছি এই পডকাস্ট থেকে শুনে শেখা জ্ঞান । শিখতে পেরেছি বিভিন্ন ফিল্ডে শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ থেকে । জ্ঞানের রাজত্যে আমি একদম ভিখারি-কাঙাল হলেও – এই পডকাস্ট এর কল্যানে প্রতিদিন রাতে ঘুমাতে গিয়েছি , আগেরদিন থেকে একটু আরেকটু বেশি জ্ঞান নিয়ে । আমার সবচেয়ে প্রিয় ৬ টা পডকাস্ট এর একটা লিস্ট শেয়ার করছি :1) My First Millionআমি অবাক হয়ে শুনি যে, কি পরিমান value ফ্রিতে এই পডকাস্ট এ ডেলিভার করে। দুই বন্ধু তাদের নিজ নিজ ব্যাবসা ৩০ মিলিওন+$$ এ বিক্রি করার পর, এখন নতুন কি বিজনেস করা যায় এইটা নিয়ে unfiltered আড্ডা দেয় এই পডকাস্টে । digital media, technology, business ideas নিয়ে এরকম unfiltered, raw আলোচনা ইন্টারনেট এ খুব কম জায়গায় ই পাওয়া যায় 2) Lex Fridmanআমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে অর্থবহ বুদ্ধিবৃত্তিক আলোচনাগুলো খুঁজে পাওয়া যায় এই পডকাস্ট এ। artificial intelligence, philosophy, origin of life, consciousness, physics, history সহ বহু চমৎকার টপিক নিয়ে Lex Fridman অসম্ভব গভীর, অর্থবহ আর open minded আলোচনা করে ফিল্ড এক্সপার্টদের সাথে। 3) Founders by David Senraগত বছরে আবিষ্কার করা সেরা পডকাস্ট এইটা । আমার শোনা সবচেয়ে প্যাশনেট পডকাস্টার David senra। তিনি, ইতিহাসের সেরা ব্যাক্তিদের নিয়ে লেখা সমস্ত biography বই পড়ে তাদের নিয়ে এক একটা episode করে। biography বই আমার অসম্ভব প্রিয় genre, তাই এই পডকাস্টও আমার ভীষণ ভালো লাগার একটা পডকাস্ট। 4) Acquired পৃথিবীর সবচেয়ে দারুন company গুলোর ইতিহাস dissect করে এই পডকাস্টে। acquired এর মত deep dive খুব কম পডকাস্টেই করে । কিভাবে, John D Rockefeller তার Standard Oil এর empire তৈরি করলো, কিংবা কিভাবে Bytedance তৈরি করলো Tiktok – এগুলো নিয়ে ২-৪ ঘন্টার লম্বা কিন্তু, অসম্ভব ইন্টারেস্টিং গল্পের বই স্টাইলের এপিসোড করে acquired. 5) Tim Ferris Show এই পডকাস্টে প্রিয় লেখক টিম ফেরিস business, sports, entertainment, science এর highest achiever দের সাথে অসম্ভব intellectually rich আলোচনা করে। মুলত বিভিন্ন কিংবদন্তীদের habits, routines, আর midset নিয়ে আলোচনা হয় এই পডকাস্টে । 6) Andrew Hubermanসাধারন মানুষের জীবনকে বিজ্ঞানসম্মত উপায়ে optimize করার বিভিন্ন সহজে বাস্তবায়নযোগ্য প্রটোকল সাজেস্ট করেন Andrew Huberman । ৫ বছরের শিশুও ওনার কথা শুনে বুঝতে পারবেন , এবং ওনার সাজেশনগুলো মেনে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারবে ।Huberman একই সাথে legendary researcher , diligent practitioner , charismatic communicator – আমি শুধু মুগ্ধ হয়ে কথা শুনি ওনার ।এই পডকাস্ট শুনে আমার ঘুম, মানসিক প্রশান্তি, workout সহ অনেক বেসিক লাইফস্টাইলে অনেক improvement হইসে। Social media এর গারবেজ influencer দের clickbait আর shallow content এর ভিড়ে Andrew Huberman এর এই পডকাস্ট বা ইউটিউব চ্যানেলটা যেন জ্বলজ্বল করা একটা ধ্রুব নক্ষত্র

Tags:

Submit a comment

Your email address will not be published. Required fields are marked *