প্যারাডক্স

Scroll this

 আমি আমার চারপাশে অসংখ্য প্যারাডক্স দেখি ।  বেশিরভাগ ক্ষেত্রেই এই প্যারাডক্সগুলোর কোন নিশ্চিত উত্তর নেই । কখনও  কখনও   এগুলোর এক দুটো সম্ভাব্য অনিশ্চিত উত্তর থাকে, সেই উত্তরগুলোও দেখা যায় পরস্পর বিরোধী ।
এই যেমন সুখ কোথায় , এই প্রশ্নটা পৃথিবীর সবচেয়ে পুরনো প্রশ্ন – যা ভাবিয়েছে অসংখ্য কবি, সাহিত্যিক, দার্শনিককে । এই প্রশ্নের যেমন কোন নিশ্চিত উত্তর নেই । এক এক জনের কাছে এইটার উত্তর এক এক রকম।
সারাদিন হারভাঙ্গা খাটুনি করা কৃষক যখন আকাশের দিকে তাকিয়ে প্লেন দেখতে পায় তখন সে ভাবে এইভাবে পাখির মত প্লেনে উড়তে পারাতেই মনে হয় সকল সুখ, আবার ঐদিকে প্লেনের পাইলট যখন নিচে ধানক্ষেতে দিকে তাকায় তার বাড়ির বাবা-মা-স্ত্রী-সন্তানের কথা মনে পড়ে, তার মনে হয় হায় বাড়ি ফিরে  ভাত খেয়ে আটপৌরে দুপুরের অলস ঘুমেই বুঝি পৃথিবীর সকল সুখ ।
বড়লোক Bezos (Jeff Bezos) পৃথিবীর সবচেয়ে ধনি হয়েও স্ত্রীর সাথে বনিবনা হয়না, কেন প্রতিপক্ষ কোম্পানি spacex দুই পাই বেশি কামাইল এই চিন্তায় ভদ্রলোকের রাতে  ঘুম নাই- কিন্তু এইদিকে রিকশাওয়ালা রহিম অভাবের সংসারেও স্ত্রী আর ছয় সন্তান নিয়ে অনেক সুখে আছে, রাতে তার ৮ ঘন্টা শান্তির ঘুম হচ্ছে  ।
  বন্ধু হিল্লোল একদিন লিখেছিল “মানুষ সুখে নেই কোথাও কিংবা সুখ আছে সবখানেই। সুখ অনেকটা জুতোর নিচে লেগে থাকা ময়লার মতো, চলার ফাঁকে থমকে দাঁড়িয়ে একটু পা উল্টোলেই তার দেখা মেলে আবার অবিরাম চলতে থাকলে সারা দুনিয়া তন্ন তন্ন করেও তাকে পাওয়া যায় না। “

যৌবনে অনেক পরিশ্রম করলে বার্ধক্যে গিয়ে হয়ত মনে হবে হায় বয়স থাকতে তো জীবন উপভোগ করলামনা। আর, যৌবনে অনেক উপভোগ  করলে বার্ধক্যে গিয়ে হয়ত মনে হবে হায় কত প্রতিভা ছিল আমার, কিছুই তো কাজে লাগালামনা ।
Osho বলেছিল “Every time I meet a prostitute, she wants to talk about God & Every time I meet a priest, he wants to talk about sex.”

সুখের এই অনিশ্চয়তার মতই অনিশ্চয়তা আছে প্রায় সব জায়গায় ।
আইনস্টাইন এর General Theory of Relativity অনুযায়ী আমাদের বিশ্বের সবকিছুই continuous এবং infinitely divisible , কিন্তু quantum mechanics অনুযায়ী particle লেভেল এ কোনকিছুই  continuous  না , সবকিছুই  discrete jump দিয়ে হয় ।
General Theory of Relativity বলে সময় পরম নয় বরং  আপেক্ষিক, আলোর বেগের খুবই কাছাকাছি ছুটে চলা কোন রকেটের যাত্রির চোখের এক পলকে হয়ত আমাদের পৃথিবীর লক্ষ্য লক্ষ্য বছর কেটে যাবে  । কিন্তু, quantum mechanics এর জগতে সময় পরম , সময়ের সাথে  ভরবেগের কোন সম্পরক নেই ।

 Schrodinger  এর অনিশচয়তা নীতিতে যেমন, আমরা একটা ইলেক্ট্রন এর ভরবেগ জানতে পারলে অবস্থান জানতে পারিনা, আবার অবস্থান জানতে পারলে ভরবেগ জানতে পারিনা ।
নিউটনের পরীক্ষায় যেমন বলে, আলো একটি কনা – ইয়াং এর Double slit experiment যেমন প্রমান করে আলো তরঙ্গ ।আমার মনে হয়, এই অনিশ্চয়তা, এই পরস্পর বিরোধিতা, ব্যখ্যার এই অসম্পূর্ণতা-  আমাদের  অস্তিত্ব এর সাথে ওতপ্রোতভাবে জড়িত । সুখ থেকে শুরু করে , ইলেকট্রনের অবস্থান/গতিবেগ/শক্তি , সময়, আলো বা এই ভ্রহ্মান্ডের  space time কোন কিছুর গতিপ্রকৃতিই নিশ্চিত করে বোঝা যাচ্ছেনা ।  
কি অদ্ভুত রহস্যতে , প্যারাডক্সে ভরা আমাদের পৃথিবী- যতই পড়ি বা শিখি ততই নিজেকে আরও কুয়োরব্যাঙ মনে হয়  


Tags:

Submit a comment

Your email address will not be published. Required fields are marked *